আসসালামুয়ালাইকুম। আশা করি ভালোই আছেন সবাই, অনেক দিন পর নোট লিখছি। ভিপিএস এর পূর্ণরূপ “ভার্চুয়াল প্রাইভেট সার্ভার” যা হল একটি ডেডিকেটেড কম্পিউটার থেকে শেয়ার করা Virtual Environment যেখানে আপনাকে একটি অপারেটিং সিস্টেম ইন্সটল করে দেওয়া হয়ে থাকে। আপনি সেটার Administrative Access ব্যবহার করতে পারবেন। এবং VPS আপনার জন্য প্রতিদিন ২৪ ঘন্টাই চালু থাকে। তবে, ফ্রিতে তো কেউ কাউকে কিছু দেয় না, তাই আপনাকে VIRTUAL PRIVATE HOSTING SERVICE PROVIDER থেকে সেই সার্ভিস একটি নির্দিষ্ট মেয়াদব্যাপী কিনে নিতে হয়।
আসি কেন আপনার ভিপিএস এর দরকার হতে পারে। আপনি হয়তো এমন কিছু কাজ করতে চাচ্ছেন যেটা একটা কম্পিউটারে আপনাকে ২৪ ঘন্টাই চালু করে রাখতে হবে। কিন্তু আপনার কম্পিউটার আপনি এতো সময় চালু রাখতে চান না অথবা সুযোগ নেই। তবে কি আপনার কাজটি আপনি করতে পারবেন না? আপনাকে এই সুবিধা দিতেই VPS এর সূচনা। এখন, কি কাজ হতে পারে যা আপনি ২৪ ঘন্টাই চালু রাখতে চান? আপনার অবগতির জন্য, VPS এ আপনাকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেওয়া থাকবে। কাজেই, আপনি যদি Data Scraping জাতীয় অনলাইন রিলেটেড কিছু করতে চান, তবে আপনাকে VPS ব্যবহার করতেই হবে যদি সেটা আপনাকে ২৪ ঘন্টাই মনিটরিং এ রাখতে হয়। এখন, Data Scraping কি, সেটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। ধরুন, কিছু নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনি কোন প্রয়োজনীয় তথ্য যেমন কোন কিছুর নতুন আপডেট বা ইমেইল এড্রেস বা এরকম কিছু সংগ্রহ করতে চান, সেটা যখন একটা কম্পিউটার প্রোগ্রামে নির্দেশিত করে দিবেন এবং তা কার্যকর হবে, সেটিই মূলত Data Scraping নামে পরিচিত। এবং এটি বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এবং ২৪ ঘন্টা মনিটর করার জন্য VPS এর থেকে ভালো কিছু আর নেই। আবার, আপনি এমন কিছু কাজ করতে চাচ্ছেন যাতে আপনার উচ্চগতির ইন্টারনেট প্রয়োজন অথবা আপনি আপনার নিজের পরিচয় গোপন রেখে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার VPS প্রয়োজন হতে পারে কেননা VPS এ সাধারনত আপনার বর্তমান ইন্টারনেট কানেকশনের থেকেও বেশি গতির সংযোগ দেওয়া থাকে। VPS এর আরো কিছু সুবিধা হল, আপনি এতে ঠিক যেভাবে কাজ চালু রাখবেন, পরবর্তী লগিনেও ঠিক সেভাবেই সবকিছু চালু দেখতে পাবেন। তাই, আপনার একটি বা একাধিক কাজ চালু করে দিয়ে বের হয়ে আসলেও সেটি আপনি বন্ধ না করা পর্যন্ত চলমান থাকবে এবং আপনাকে সর্বদা VPS এর সাথে যুক্ত থাকাও লাগবে না। আরো কিছু সুবিধার মধ্যে একটি সুবিধা হতে পারে পোর্ট ফরোয়ার্ডিং এর সুবিধা এবং রিয়াল আইপি ব্যবহারের সুযোগ। আপনি যদি একটি ওয়েবসাইট চালু করতে চান, তবে আপনি আপনার VPS ব্যবহার করেই সেটাকে হোস্ট বানিয়ে আপনার কিনে নেওয়া ডোমেইনটিকে যুক্ত করে নিতে পারেন। আবার পোর্ট ওপেন থাকার কারনেও সেটি আপনার প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন। তো, ভিপিএস নিয়ে আজ এতোটুকুই। আরো অনেক ব্যবহার আছে। গুগল করে জেনে নিয়েন যদি প্রয়োজন মনে করে থাকেন। সময় নষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
source http://b4byb0y.com/entertainment/3433/
0 Comments