১০ হাজার টাকায় ৩ জিবি র্যামের স্মার্টফোনে যা থাকছে

১০ হাজার টাকায় ৩ জিবি র্যামের স্মার্টফোনে যা থাকছে
১০ হাজার টাকায় ৩ জিবি র্যামের স্মার্টফোনে যা থাকছে
মাত্র ১০ হাজার টাকায় ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি মেমরিসহ রিয়েলমি সি৩ মডেলের স্মার্টফোন দিচ্ছে ইভ্যালি। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে আরো দুই হাজার টাকা ছাড়।


আজ (সোমবার) দুপুর ২টা থেকে ইভ্যালির ওয়েবসাইট থেকে ক্রেতারা স্মার্টফোনটি কিনতে পারবেন। ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
রিয়েলমি জানায়, দেশের প্রেক্ষাপটে প্রথমবারের মতো মিডিয়াটেকের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন শক্তিশালী হেলিও জি সেভেন্টি গেমিং প্রসেসর থাকছে ডিভাইসটিতে। দারুণ ছবি তোলার জন্য এতে থাকছে এআই প্রযুক্তি সম্পন্ন তিনটি ব্যাক ক্যামেরা। এগুলোর মধ্যে ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
একই সাথে আকর্ষণীয় সেলফি তোলার জন্য এতে আছে ৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট পোর্ট্রেট ক্যামেরা। এই সবকিছুর ঝকঝকে অভিজ্ঞতা পাওয়া যাবে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস মিনি ড্রপ কর্নিং গরিলা গ্লাস ৩ এর সুরক্ষিত পর্দায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রিয়েল মি সি৩’কে সচল রাখবে দীর্ঘক্ষণ। অন্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য এতে আছে রিভার্স চার্জিং প্রযুক্তি সুবিধাও।
ইভ্যালি এবং রিয়েলমি সূত্রে জানা যায়, এবারই প্রথম একত্রে বিশেষায়িতভাবে কোন ডিভাইস বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠান দুইটি। এর ফলে রিয়েলমি সি৩ মডেলের এই হ্যান্ডসেট শুধু ইভ্যালিতে পাওয়া যাবে।
এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, যাত্রার শুরু থেকেই বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের স্মার্টফোন ডিভাইস ইভ্যালি তার গ্রাহকদের আকর্ষণীয় অফারে দিয়ে আসছে। এতে করে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ‘হাই-এন্ড’ ডিভাইসও গ্রাহকেরা অনেক কম দামে কেনার সুযোগ পেয়েছেন। তবে এবারই প্রথম কোন মোবাইল ফোন ব্র্যান্ড এক্সক্লুসিভভাবে ইভ্যালির সাথে তার নতুন মডেল বাজারে ছাড়ছে।
তিনি বলেন, আমাদের প্ল্যাটফর্মে প্রায় ২২ লাখ নিবন্ধিত গ্রাহক আছেন। অর্থ্যাৎ এই ২২ লাখ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে থেকে রিয়েলমি সহজেই তাদের সম্ভাব্য গ্রাহক পেয়ে যাবে বলে আমরা আশাকরি। একই সাথে মোবাইল পণ্য নিয়ে ইভ্যালির প্রতি গ্রাহকদের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সেটিও আরেক দফায় পূরণ হবে।
রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি বলেন, বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সম্প্রতি বিশ্বে ৩৫ মিলিয়ন গ্রাহক অর্জনের মাইলফলক অর্জন করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আরও বেশি সংখ্যক গ্রাহকদের আমাদের প্রযুক্তি পণ্যের সংস্পর্শে আনার। এমনই প্রেক্ষাপটে ইভ্যালিকে আমাদের অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত।


from Tuneshut https://ift.tt/3dOvKm6
bangla,bangla tech,bangla tech s,bangla news,bangla tutorial,tech bangla it,tech bangla,bangla tech channel exposed,tech bangla pro,bangla tech channel roasted video,bangla tv channel,bangla channels,in bangla,bangla movie,bangla news 24,bangla review,bangla boy,news bangla,new tech,tech,tyag bangla movie,shaj tech,news bangla 24,debtech bangla channel,like app bangla,bangla android,bangla tutorial idm, bangla,bangla funny video,bangla movie,bangla new movie,funny facebook posts,new bangla funny video,funniest facebook posts,post office,bangla natok,bangla movie song,bangla facebook post,bangla tutorial,new bangla natok,bangla full movie,bangla cinema,bangla dhadha,bangla natok post mortem,bangla funny facebook post,bangla motivational video,bangla facebook funny,facebook post,facebook funny post, Credit Tuneshut -

Post a Comment

0 Comments